এই মুহূর্তে সকলের কাছে যে ভোটার কার্ড আছে তা কাগজের । ল্যামিনেট করা। আপনি চাইলে এই কার্ডটি বদলে রঙিন পিভিসি ভোটার কার্ড সংগ্রহ করতে পারেন ভারতের নির্বাচন কমিশনের কাছ থেকে। নতুন এই কার্ডটি এটিএম কার্ডের মত দেখতে।
এজন্য আপনাকে যা করতে হবে-
অনলাইনে আবেদন করতে হবে
কার্ড পিছু ৫০ টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে।
আপনি কার্ডটি কীভাবে নিতে চান তা বাছতে হবে। অর্থাৎ আপনি চাইলে বি এল ও এর মাধ্যমে নিতে পারেন। পোস্ট অফিসের মাধ্যমেও নিতে পারেন।
Online Application Link For PVC Voter Card 👈
Replacement of Elector's Photo Identity Card (EPIC) এ ক্লিক করার পর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি নিজের কার্ড পরিবর্তন করতে চাইছেন না পরিবারের অন্য কারোর।
Replacement এর কারণ হিসেবে লিখবেন ড্যামেজ কার্ড। তারপর সব কিছু মিলিয়ে নেবেন এবং পেমেন্ট করবেন। আপনি পোস্ট অফিসের মাধ্যমে নিতে চাইলে সেটা সিলেক্ট করবেন। ভি আর সি থেকে বা বিএলও এর মাধ্যমে নিতে চাইলে সেটাও সিলেক্ট করতে পারেন।
আবেদন করার কয়েকদিনের মধ্যেই আপনি নতুন রঙিন ভোটার কার্ড হাতে পেয়ে যাবেন।
আবেদন করার কয়েকদিনের মধ্যেই আপনি নতুন রঙিন ভোটার কার্ড হাতে পেয়ে যাবেন।
0 Comments