আমাদের চারিপাশে ছড়িয়ে রয়েছে এমন আনেক অজানা ঘটনা যা আমরা প্রতিনিয়ত দেখি,শুনি,পড়ি কিন্তু আসল কারণ অনুসন্ধান করিনা। কেন , কীভাবে, কবে থেকে প্রশ্ন গুলি মন থেকে হারিয়ে যেতে বসেছে। চলছে তাই চলবে এই মনোভাব নিয়ে আমাদের প্রতিটা দিন কেটে যায়। আসুন আজ থেকে আমরা যা দেখছি, যা শুনছি তাঁর সব কিছুকে প্রশ্ন করি এটা কেন হল, কবে থেকে হল, কীভাবে হল ......
আপনাদের অনুসন্ধিৎসু মনকে আরও জানার আগ্রহ বাড়িয়ে তোলার জন্যই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। অজানাকে জানুন, নিজের দেশের, সমাজের ঐতিহ্যকে জানুন।
আমাদের সঙ্গে থেকে উৎসাহ দিন। নিজে জানুন অপরকে জানতে সাহায্য করুন।
our facebook page- www.facebook.com/unknownfactsnewsYouTube Channel- www.youtube.com/unknownfactsnews
0 Comments