![]() |
| Netaji SUbhas Chandra Bose |
নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) বাঙালি তথা ভারতবাসীর হৃদয়ে এক যুগ পুরুষের নাম।নেতাজির জীবনের বিভিন্ন দিক চলার পথে প্রত্যেকটি দিনের অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁর জীবন, শিক্ষা, বানী আমাদের সত্যিকারের মানুষ হওয়ার পথ দেখায়। সঙ্কটে উত্তরণের আলোর দিশা দেখায়।
সৎ পথ ও অসৎ পথ
যুব সমাজ যখন বিভ্রান্ত হয়ে ওঠে সৎ- অসৎ পথ বেছে নেওয়ার ক্ষেত্রে, তখন নেতাজির বানী পথ দেখায়। তিনি বলেন, " নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেও অসত্য হতে পারেনা"
বেঁচে থাকা আর টিকে থাকা
জীবন সংগ্রামে বেঁচে থাকা আর শুধুমাত্র টিকে থাকার মধ্যে বেশ খানিকটা পার্থক্য আছে। নেতাজির কথায়, " মানুষ যতদিন বেপরোয়া, ততদিন সে প্রাণবন্ত "।
জীবনের আদর্শ
চলার পথে যখন অনেক রাস্তা এক সঙ্গে এসে হাজির হয়, দিকভ্রান্ত হয় আমরা। এই সংকট কালে নেতাজির বক্তব্য, " জগতের সবকিছু ক্ষণভঙ্গুর। শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু, ভাব বা আদর্শ"।
স্বাধীনতা প্রসঙ্গে
নেতাজি বলেছেন " স্বাধীনতা দেওয়া হয়না, ছিনিয়ে নিতে হয় "। স্বাধীনতা বলতে তিনি শুধু দেশের স্বাধীনতা বোঝাননি , স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকার গুরুত্ব ও বার বার তুলে ধরেছেন।
অন্যায় এর সঙ্গে আপোষ নয়
আগাগোড়া সততার রাস্তায় চলা, নির্ভীক জীবনযাপনে অভ্যস্ত নেতাজি সুভাষ চন্দ্র বসু বহুবার বলেছেন, " মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায় এর সঙ্গে আপোষ।"
লড়াই এর পথ
দেশের স্বাধীনতার জন্য কোন পথে লড়াই করা যাবে। নেতাজি বলেছেন, " ভারত ডাকছে। রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মত সময় নেই। অস্ত্র তোলো !... যদি ভগবান চান, তাহলে আমরা শহিদের মৃত্যু বরণ করব।"
জীবনাদর্শ সম্পর্কে
জীবনাদর্শকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে হবে সে সম্পর্কে নেতাজি বলেছেন, " কোনও একটা চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয়না। সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়।"
শুধু রাজনৈতিক সংগ্রাম নয়, জীবন সংগ্রামের বিষয়েও নেতাজি একাধিক বার্তা দেন।


0 Comments