১৮৫৫ সালের ৩ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টা নাগাদ বর্ধমান স্টেশনে প্রথম ট্রেন আসে। ট্রেনটি এসেছিল হাওড়া থেকে। শোনা যায় ট্রেন চলাচলের এই প্রথম দিনে 'কলের গাড়ি' দেখার জন্য স্টেশনকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। 'দ্য ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ' পত্রিকায় ঐদিনের মানুষের উৎসাহের ছবি প্রকাশিত হয়েছিল। তৎকালীন বর্ধমান মহারাজ হাতির পিঠে বহু মূল্যবান পোশাকে সজ্জিত হয়ে এসে ট্রেনের যাত্রীদের অভ্যর্থনা জানিয়ে ছিলেন।
'রেল:উনিশ শতকে বাঙালি জীবন ও সাহিত্যে' রমেন কুমার সর লিখেছেন "তৎকালীন সময়ের বিভিন্ন পত্র পত্রিকা থেকে জানা যায় , মহারাজা মাহতাব চাঁদের শ্রাদ্ধ অনুষ্ঠানে ট্রেনে চেপেই বর্ধমানে এসেছিলেন 'ইয়ং বেঙ্গল' এর অন্যতম নেতা রামগোপাল ঘোষ। সেই সময় যে ক'জন চিন্তাশীল ব্যক্তি ছিলেন তাঁদের মধ্যে অন্যতম রামগোপাল বাবু।"
রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, নেতাজী প্রমুখ বরেণ্য ব্যক্তিত্বের স্মৃতি জড়িয়ে রয়েছে এই বর্ধমান স্টেশনের সাথে।
বর্ধমান স্টেশনে নেতাজী
১৯২৮ থেকে ১৯৩৮ সালের মধ্যে নেতাজী বর্ধমান স্টেশনে একাধিকবার এসেছেন। ১৯২৮ সালে প্রথম বর্ধমানে এসেছিলেন নেতাজী। গন্তব্য বর্ধমান টাউন হল। উদ্বোধন করেন দেশ বন্ধু চিত্তরঞ্জন দাশের তৈল চিত্র।
১৯৩১ সালে এসেছিলেন বর্ধমান এর ধলদিঘিতে আত্মীয় শ্রীকুমার মিত্রের বাড়িতে।
১৯৩৮ সালের ২৮ মে বর্ধমান পুরসভার নির্বাচন উপলক্ষ্যে। নতুন গঞ্জের ঈশ্বরী তলায় নির্বাচনী ভাষণ দেন। পুরসভা ভবনেও গিয়েছিলেন।
১৯৪০ সালে বি সি রোডে কালিতলায় পাইওনিয়ার ব্যাঙ্কের উদ্বোধন করতে এসেছিলেন। রাত্রে ছিলেন বিশিষ্ট আইনজীবী কামিনি রঞ্জন সেনের বাড়িতে।
বর্ধমান স্টেশনে মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী ১৯২৫ সালে বর্ধমান স্টেশনে নেমেছিলেন।তারপর বংশগোপাল টাউনহল ময়দানে এক বিশাল জনসভায় চরকা কেটে জনগণকে স্বদেশীয়ানায় উদ্বুদ্ধ করেছিলেন।
বর্ধমান স্টেশনে রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুরের ও পদধূলিতে ধন্য হয়েছে বর্ধমান রেল স্টেশন।ড.সুকুমার সেন তাঁর স্মৃতিচারনায় লিখেছেন ১৯২৩-২৪ সালে বর্ধমান স্টেশনের ৪নম্বর প্লাটফর্মে তাঁর সাথে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয়েছিল। ৪নম্বর প্লাটফর্মে ট্রেনের ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় বসেছিলেন রবীন্দ্রনাথ। কামরায় ঢুকে প্রণাম করেছিলেন যুবক সুকুমার সেন।
১৯৩৬ সালে একটি সংবর্ধনা সভায় বিকেল ৪টে নাগাদ বর্ধমানে দেবপ্রসন্ন মুখোপাধ্যায় এর বাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
বর্ধমান ষ্টেশনের কিছুটা অংশ হটাৎ হুরমুরিয়ে ভেঙ্গে পড়ল। দেখুন সেই সময়ের ভিডিওটি।
বর্ধমান শহরের নামকরণ কে ঘিরে রয়েছে বহু অজানা কাহিনী। সেই সব বহু অজানা কাহিনীর সন্ধান পেতে দেখুন নীচের ভিডিওটি।
0 Comments