উত্তর- বেদ শুনে শুনে মনে রাখা হত বলে বেদের ওপর নাম শ্রুতি।
৩.২জনপদকী?
উত্তর- সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হত জনপদ।
৪.
নিজেরভাষায়লেখো (৩ - ৪টিবাক্যে) :
বৈদিকযুগেরব্যবসাবাণিজ্যকেমনছিল?
উত্তর- আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের বিশেষ চল ছিলনা।পরবর্তী বৈদিক সাহিত্যে ব্যবসা বাণিজ্যের কথা পাওয়া যায়।জিনিসপত্র বিনিময় করা হত।মুদ্রার ব্যবহার ছিল বলে মনে হয়না।নিষ্ক ও শতমান এগুলি হয়ত মুদ্রার মত ব্যবহার হত।
Class 6 history model activity task-1
by banglar siksha web portal Govt. of westbengal Education Department
ষষ্ঠ শ্রেণির ইতিহাস আক্টিভিটি টাস্ক-১
ষষ্ঠ শ্রেণির ইতিহাস আক্টিভিটি টাস্ক-2
মডেল অ্যাক্টিভিটি টাস্ক- Class-6 ইতিহাস উত্তর ইতিহাস ষষ্ঠ শ্রেনি
১। সঠিক শব্দ বেছে নিয়ে শুন্যস্থান পূরণ করোঃ
ক) এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে- পূর্ব আফ্রিকাতে।
উত্তর- মেহেরগড় সভ্যতায় যে সমস্ত কৃষি পন্য গুলি উৎপাদিত হত সেগুলি হল- গম, যব, কার্পাস,
খ) উপমহাদেশের পুরোনো গুহা- বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো।
উত্তর- উপমহাদেশের পুরোনো গুহা- বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম হল উত্তর পশ্চিম পাকিস্তানের সাংঘাও, কর্ণাটকের কুরনুল, এবং মধ্যপ্রদেশের ভীমবেটকা।
৪। নিজের ভাষায় লেখো (৩- ৪ টি বাক্যে)
প্রশ্ন- তুমি কি মনে করো, আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন?
প্রশ্ন- কর্কটক্রান্তি রেখার উত্তরে অবস্থিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো।
উত্তর- কর্কটক্রান্তি রেখার উত্তরে অবস্থিত ভারতের কয়েকটি প্রতিবেশী দেশের নাম হল চীন, বাংলাদেশ, মায়ানমার।
প্রশ্ন- ভারতের এমন চারটি রাজ্যের নাম লেখো যার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত।
উত্তর- রাজস্থান, গুজরাট, পশ্চিম বঙ্গ ও ত্রিপুরা
প্রশ্ন- ঊষা ও গোধূলি বলতে কী বোঝ?
উত্তর-ঊষা- সকাল হওয়ার আগে ভোর বেলায় সূর্য ওথার আগে যখন কেবল সূর্যের আভা থাকে সেই সময়কেই ঊষা বলে।
গোধূলি- বিকাল ও সন্ধ্যার মাঝের সময় কে গোধূলি বলে।
সৃষ্টি- পৃথিবীতে যেখানে ছায়া বৃত্ত পড়ে সেখানে সূর্য দেখা যায়না। কিন্তু তার আভা দেখা যায়। এই কারনেই বা এই ভাবেই ঊষা ও গোধূলির সৃষ্টি হয়।
প্রশ্ন- ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ গুলির নাম লেখো।
উত্তর- ১। উত্তরে পার্বত্য অঞ্চল
২। উত্তরের নদী গঠিত সমভুমি অঞ্চল
৩। উপদ্বীপীয় মালভুমি অঞ্চল
৪। পশ্চিমে মরু অঞ্চল
৫। উপকূলীয় সমভুমি অঞ্চল।
প্রশ্ন- হিমালয়কে উত্তর থেকে দক্ষিণে কটি অংশে ভাগ করা হয়েছে?
উত্তর- তিনটি। হিমাচল, শিবালিক এবং হিমাদ্রি।
প্রশ্ন- অন্তর্বাহিনী নদী কাকে বলে?
উত্তর-
প্রশ্ন- ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন?
উত্তর- ভারতকে নদী মাতৃক দেশ বলার কারণঃ- সারা ভারতবর্ষে নদী জালের মত বয়ে গেছে। এসব নদী ভারতবাসীর জনজীবন, কৃষি কাজ, শিল্প, জাতায়ত, ইত্যাদি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নদী গুলি একজন মায়ের মত ভারতবাসীদের লালন পালন করে। তাই ভারতবর্ষকে নদীমাতৃক দেশ বলা হয়।
0 Comments