Class 5 Online Classroom

Class-5 Amader Poribesh WBBSE

পঞ্চম শ্রেনি। বিষয়- আমাদের পরিবেশ 

(Class 5 amader poribesh) wbbse 

পঞ্চম শ্রেনির বিভিন্ন বিষয়ের অনলাইন ক্লাসের লিঙ্ক নীচে দেওয়া হল। লিঙ্ক গুলিতে ক্লিক করে ক্লাস গুলি শুনে নিতে পারো।ক্লাস গুলি তৈরি করেছেন  MEMARI V.M.INSTITUTION,UNIT-1  স্কুলের শিক্ষক- মানস কুমার রায়। শোনার পর কোন প্রশ্ন থাকলে তা whatsapp  করে পাঠাতে পারো এই নম্বরে- 9734601344 

স্মরণীয় যারা এই ক্লাসটি দেখতে ক্লিক করো 👇
 Part-1     https://youtu.be/ITpj8omOl8g👈

Part-2       https://youtu.be/MylflYyuhj4👈

ভৌত পরিবেশ- এই ক্লাসটি দেখতে ক্লিক করো
ক্লাস-১ https://youtu.be/TrKbFNd7vdw
ক্লাস-২ https://youtu.be/n9lZa__Zblk
ক্লাস-৩ https://youtu.be/p51xjEgwFKc
ক্লাস-৪  https://youtu.be/bEafAlcRtUo
ক্লাস-৫  https://youtu.be/nx4eXLy3Oes

ACTIVITY TASK-1     2021

পঞ্চম শ্রেনি। আমাদের পরিবেশ।

শিক্ষক- মানস কুমার রায়

একক- স্মরণীয় যাঁরা এবং ভৌত পরিবেশ।

স্মরণীয় যাঁরা এবং ভৌত পরিবেশ এই পাঠ্যাংশের উপর যে ক্লাস গুলি হয়েছে তার উপর ভিত্তিক করে এই ACTIVITY TASK টি তৈরি করা হয়েছে। তোমরা আমাদের পরিবেশ খাতায় নীচের প্রশ্নগুলির উত্তর করবে।

প্রশ্ন-

১। কবিগুরু নামে কে পরিচিত?

২। নব্যবঙ্গ দল কে গঠন করেন?

৩। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে আমরা স্মরনে রাখি কেন?

৪। প্রীতিলতা ওয়াদ্দেদার কেন স্মরণীয়?

৫। বেগম রোকেয়া কেন স্মরণীয়?

৬। মাটি কাকে বলে? মাটি কয় প্রকার ও কী কী?

৭। কোন জমিতে চা চাষ ভাল হয়?

৮। মাটি ধস আটকানোর উয়ায় কী?

৯। বাঁওড় ও ঝোরা কী?

১০। নয়ানজুলী বলতে কী বোঝায়?

উত্তর-

১। কবিগুরু নামে কে পরিচিত?

উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর

২। নব্যবঙ্গ দল কে গঠন করেন?

উত্তর- হেনরি লুই ভিভিয়ান ডিরজিও

৩। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে আমরা স্মরনে রাখি কেন?

উত্তর- ভারতীয় উদ্যোগে বিজ্ঞান চর্চার প্রসার ঘটানোর জন্য। তাঁর উল্লেখযোগ্য কৃতিত্ব হল বোস ইন্সটিটিউট প্রতিষ্ঠা এবং উদ্ভিদের যে প্রান আছে তা প্রমাণ করে দেখানো।  

৪। প্রীতিলতা ওয়াদ্দেদার কেন স্মরণীয়?

উত্তর- ইউরোপিয়ান ক্লাব আক্রমন করে আত্মবলিদান এর জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।

 

 

৫। বেগম রোকেয়া কেন স্মরণীয়?

উত্তর- নারী শিক্ষার প্রসারে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি প্রতিষ্ঠা করেন শাখাওয়াত মেমোরিয়াল ইন্সটিটিউশন।

৬। মাটি কাকে বলে? মাটি কয় প্রকার ও কী কী?

উত্তর- ভূপৃষ্ঠের সব থেকে উপরে সূক্ষ্ম বালিকনা। পাথর চূর্ণ, কাদার কনা ও জৈব পদার্থ মিশে যে নরম আস্তরন তৈরি করে তাকে মাটি বলে।

মাটি তিন প্রকার- বেলে মাটি, দোয়াস মাটি এবং এঁটেল মাটি।

৭। কোন জমিতে চা চাষ ভাল হয়?

উত্তর- ঢালু জমিতে। যেখানে জল দাঁড়াতে পারেনা।

৮। মাটি ধস আটকানোর উয়ায় কী?

উত্তর- বেশী করে গাছ লাগানো।

৯। বাঁওড় ও ঝোরা কী?

উত্তর- নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়। তাকে বাঁওড় বলে।

পাহাড়ি অনেক ছোট ছোট ঝরনা থাকে তাদের বলা হয় ঝোরা

১০। নয়ানজুলী বলতে কী বোঝায়?

উত্তর- রাস্তার দুধারে যে সরু খাল থাকে তাদের নয়ানজুলী বলে। 

·     জলাশয় শোধন সম্পর্কে নীচের ছকটি পূরণ করো ।👇


·     ভূমিক্ষয় সম্পর্কে নীচের ছকটি পূরণ করো।👇


ACTIVITY-2   CLASS-V   আমাদের পরিবেশ

ভৌত পরিবেশ পার্ট-৪

আগেরদিন ভৌত পরিবেশ পার্ট-৪ ক্লাসে যে যে বিষয় গুলি আলোচনা হয়েছে তা থেকে কয়েকটি প্রশ্ন তোমাদের দেওয়া হল। এই প্রশ্নগুলির উত্তর নিজেরা করার চেষ্টা করো। আমাদের পরিবেশ খাতায় এই প্রশ্নের উত্তরগুলি লিখবে। উত্তর লেখার আগে আজকের তারিখ, বিষয়, তোমার নাম, ক্লাস, সেকশন, রোল লিখবে। যেমন পরীক্ষার খাতায় লেখো তোমরা।

---------------------------------------------------------------------------------------------------------------------------

১। গাছ কী কী দিয়ে খাদ্য তৈরি করে?

২। পালিত পশু ভেড়া থেকে আমরা কী কী পাই?

৩। একটি পালিত পাখির নাম লেখো।

৪। কে বন্য আর কে পোষ্য কী করে বুঝবে?

৫। প্রায়ই দেখা যায় এমন দুটি বন্য পশুর নাম লেখো। পরিবেশে তাদের ভূমিকা কী?

৬। হেলেঞ্চা শাক কী উপকারে লাগে?

৭। শাল গাছ থেকে আমরা কী উপকার পাই?

৮। বন্য পশুকে মানুষ পোষ মানাল কেন?

৯। উট পালন করে কী সুবিধা হয়?

১০। তৃণভোজী কাদের বলে? 


Post a Comment

1 Comments