উত্তরপত্র
Model Activity Task Class 9 History- 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক-November-2021
ইতিহাস
নবম শ্রেণি
পূর্ণমান – ৫০
১. ‘ক’ স্তম্ভের সাথে
‘খ’ স্তম্ভ মেলাও : ১ x ৪ = ৪
ক-স্তম্ভ খ- স্তম্ভ
১.১ ইয়ং ইতালি (ক)
সী সিমো
১.২ সেফটি ল্যাম্প (খ)
জোসেফ ম্যাসিনি
১.৩ ইউটোপীয় সমাজতন্ত্র (গ) বিসমার্ক
১.৪ রক্ত ও লৌহ নীতি (ঘ) হামফ্রি ডেভি
উত্তর- ১.১ ইয়ং ইতালি (খ)
জোসেফ ম্যাসিনি
১.২ সেফটি ল্যাম্প (ঘ)
হামফ্রি ডেভি
১.৩ ইউটোপীয় সমাজতন্ত্র (ক) সী সিমো
১.৪ রক্ত ও লৌহ নীতি (গ) বিসমার্ক
২. সত্য বা মিথ্যা নির্ণয়
করো :১ x ৪ = ৪
২.১ ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র
প্রতিষ্ঠিত হয় ১৮৪৮ খ্রিস্টাব্দে। সত্য
২.২ শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড
বিশ্বের কারখানা হিসাবে পরিচিতি পায়। সত্য
২.৩ হিটলারের ভাষায় ইতালি
ছিল – ‘একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। মিথ্যা
২.৪ এড্রিয়ানোপলের সন্ধি
স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে। সত্য
৩. সঠিক উত্তরটি নির্বাচন
করো : ১ x ৪ = ৪
৩.১ ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের
রাজা ছিলেন । (চতুর্দশ লুই/পঞ্চদশ লুই/ষোড়শ লুই/নেপোলিয়ন)।
৩.২ ‘কাদিদ’নামক গ্রন্থটি
রচনা করেছিলেন (রুশো/ভলতেয়ার/মতে/দিদেরো)।
৩.৩ ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির
যাদুঘর’বলে মন্তব্য করেছিলেন। (নেপোলিয়ন/রোবসপিয়ের/মিরাবো/অ্যাডাম স্মিথ)।
৩.৪ ১৮৬১ খ্রিঃ ‘মুক্তির ঘোষণাপত্র
দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল— (রাশিয়াতে/ফ্রান্সে/প্রশিয়াতে/অস্ট্রিয়াতে)।
৪. দুটি বা তিনটি বাক্যে
নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২ X ৫ = ১০
৪.১ কারা ‘ইনটেনডেন্ট' নামে
পরিচিত ছিলেন?
উত্তর- বিপ্লব পূর্ব ফ্রান্সে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ‘ইনটেনডেন্ট' নামে পরিচিত ছিল । তারা রাজস্ব আদায়ের ক্ষেত্রে এত নিষ্ঠুর ছিল যে এদের রক্ত লোলুপ নেকড়ে বলা হত।
৪.২ লিজিয়ন অব অনার' কী?
উত্তর- ফ্রান্সে নেপোলিয়ন প্রবর্তিত রাষ্ট্রীয় সম্মান এর নাম লিজিয়ন অব অনার।
৪.৩ ‘অর্ডারস ইন কাউন্সিল’
কী?
উত্তর- নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করলে ইংল্যান্ড তার পাল্টা হিসেবে জারি করে ‘অর্ডারস ইন কাউন্সিল’। এতে বলা হয় ইউরোপের কোন রাষ্ট্র ফ্রান্স বা ফ্রান্স অধিকৃত বন্দরে পন্য সামগ্রী পাঠায় তাহলে তা বাজেয়াপ্ত করা হবে।
৪.৪ রিসর্জিমেন্টো কী?
উত্তর- রিসর্জিমেন্টো কথার অর্থ পুনর্জাগরন। জাতীয়তাবাদের প্রভাবে গড়ে ওঠা আদর্শবোধ, ঐক্যবোধ, স্বদেশপ্রেমের জাগরণকে 'রিসর্জিমেন্টো' বলা হয় । ইতালিতে রিসর্জিমেন্টোর আবির্ভাব হয়েছিল। যা ইতালির ঐক্যের পথ প্রশস্ত করেছিল।
৪.৫ ‘ঘেটো’ কাকে বলা হত?
উত্তর- ইতালিয়ান শব্দ ঘেটো(Ghetto) শব্দের অর্থ জঞ্জাল বা আবর্জনা। অন্য অর্থে বস্তি। ইংল্যান্ডে শিল্পবিপ্লব প্রসুত শ্রমিক শ্রেনি ঘিঞ্জি, আলো- আধারি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাস করত। শ্রমিক শ্রেনির এই বাসস্থানকে ঘেটো বলা হত।
৫.সাত বা আটটি বাক্যে উত্তর
দাও : ৪ X ৫ = ২০
৫.১ কাকে ‘মুক্তিদাতা জার’
বলা হয় এবং কেন?
উত্তর- রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিস্টাব্দে এক আইন জারি করে সে দেশে ভুমিদাস ব্যবস্থার অবসান ঘটান। তাই দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়।
৫.২ টীকা লেখো : কোড নেপোলিয়ন
উত্তর-
৫.৩ হিটলারের উত্থানের পশ্চাতে
কোন কারণগুলি ছিল?
উত্তর-
৫.৪ ‘এমস টেলিগ্রাম কী?
উত্তর-প্রাশিয়ার সম্রাট প্রথম উইলিয়াম যখন এমস নামক স্থানে স্বাস্থ্য নিবাসে অবস্থান করছিলেন সেই সময় ফরাসি রাস্ট্র দুত কাউন্ট বেনিদিতি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। উইলিয়াম এই সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে বিসমার্কেকে যে টেলিগ্রাম প্রেরন করেন তা এমস টেলিগ্রাম নামে পরিচিত।
৬. সাত বা আটটি বাক্যে
উত্তর দাও : ৮ x ১ = ৮
জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের
ভূমিকার উল্লেখ করো ।
মডেল
অ্যাক্টিভিটি টাস্ক- September-2021
নবম
শ্রেণি ইতিহাস।
১.
‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : ১ x ৪ = ৪
ক –
স্তম্ভ খ - স্তম্ভ
১.১ ভার্সাই চুক্তি (ক) ১৯৩৬ খ্রি:
১.২ মহামন্দা (খ) ১৯১৮ খ্রি:
১.৩ চোদ্দো দফা
শর্ত (গ) ১৯১৯ খ্রি:
১.৪ স্পেনের গৃহযুদ্ধ (ঘ) ১৯২৯ খ্রি:
উত্তর- ১.১- খ
১.২- ঘ
১.৩-গ
১.৪- ক
২. সত্য বা মিথ্যা
নির্ণয় করো : ১ X ৪ = ৪
২.১ রাশিয়ার পার্লামেন্ট
ডুমা নামে পরিচিত। সত্য
২.২ ভাইমার প্রজাতন্ত্র
জার্মানিতে গড়ে ওঠা একটি
অস্থায়ী সরকার যার কার্যকাল ছিল
১৯১৯-১৯৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
সত্য
২.৩ চোদ্দো দফা
নীতি ঘোষণা করেন লেনিন। মিথ্যা
২.৪ লিগ অব
নেশনস গড়ে ওঠে দ্বিতীয়
বিশ্বযুদ্ধের পর। মিথ্যা
৩. দুটি বা তিনটি
বাক্যে উত্তর দাও :
৩.১ এমস টেলিগ্রাম
কী?
উত্তর-প্রাশিয়ার সম্রাট প্রথম উইলিয়াম যখন এমস নামক স্থানে স্বাস্থ্য নিবাসে অবস্থান করছিলেন সেই সময় ফরাসি রাস্ট্র দুত কাউন্ট বেনিদিতি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। উইলিয়াম এই সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে বিসমার্কেকে যে টেলিগ্রাম প্রেরন করেন তা এমস টেলিগ্রাম নামে পরিচিত।
৩.২ প্যারি কমিউন
গঠনের উদ্দেশ্যে কী ছিল?
উত্তর-
৪. সাত বা আটটি
বাক্যে উত্তর দাও :৪ x ১=
৪
জার্মানির
ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকার উল্লেখ করো। ২x২=
৪
উত্তর-
মডেল অ্যাক্টিভিটি টাস্ক- 2021 August-2021
ইতিহাস। নবম শ্রেণি
১.
‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ ‘খ’ স্তম্ভ
১.১ ইয়ং ইতালি
(ক) সাঁ সিমো
১.২ সেফটি ল্যাম্প
(খ) জোসেফ ম্যাৎসিনি
১.৩ ইউটোপীয় সমাজতন্ত্র
(গ)
বিসমার্ক
১.৪ রক্ত ও
লৌহ নীতি (ঘ)
হামফ্রি ডেভি
উত্তর- ১.১- খ। ১.২- ঘ। ১.৩- ক। ১.৪- গ
২.১ ফ্রান্সে দ্বিতীয়
প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৮৪৮ খ্রিস্টাব্দে। সত্য
২.২ শিল্প বিপ্লবের
সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসাবে পরিচিতি পায়। সত্য
২.৩ হিটলারের ভাষায়
ইতালি ছিল – ‘একটি ভৌগোলিক সংজ্ঞা
মাত্র। মিথ্যা
২.৪ এড্রিয়ানোপলের সন্ধি
স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে। সত্য
৩.
দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১ রিসর্জিমেন্টো কী?
উত্তর-
৩.২ ঘেটো কাকে
বলা হত?
উত্তর-
৪.
সাত বা আটটি বাক্যে উত্তর দাও :
নবম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় ( Class 9 HISTORY 2nd Chapter)
নবম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায়( Class 9 HISTORY 3rd Chapter)
নবম শ্রেণি ইতিহাস চতুর্থ অধ্যায় ( Class 9 HISTORY 4th Chapter)
নবম শ্রেণি ইতিহাস পঞ্চম অধ্যায় ( Class 9 HISTORY 5th Chapter)
নবম শ্রেণি ইতিহাস ষষ্ঠ অধ্যায় (Class 9 HISTORY 6th Chapter)
নবম শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় (Class 9 HISTORY 7th Chapter)
Class-9 HISTORY Activity Task-1
Class-9 HISTORY Activity Task-2
1 Comments
প্রথম বিশ্বযুদ্ধ | (The Great War) History of World War 1 in Bangla |
ReplyDeletevideo link: https://youtu.be/sOjxOtiE6TA