কীভাবে যাবেন-
মেদিনীপুর শহর থেকে অথবা চন্দ্রকোনা রোড থেকে ক্ষীরপাই , ঘাটাল সড়কে বীরসিংহ মোড় । এখান থেকে এই বীরসিংহ গ্রাম ৫ কিলোমিটার এর পথ। বীরসিংহ মোড় থেকে ট্রেকার বাঁ রিকশায় খুব সহজেই পৌঁছান যায় বীরসিংহ গ্রাম(Birsingha)
বিদ্যাসাগর স্মৃতি মন্দির-
বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের প্রাচীন বসত বাটির কোন চিহ্ন আজ আর নেই। তাঁর সেই মাটির বাস্তু ভিটেয় গড়ে উঠেছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির। এর উদ্বোধন হয় ১৭ মার্চ ১৯৪০ সালে।
এই স্মৃতি মন্দির এর সঙ্গেই রয়েছে গ্রন্থাগার ও সংগ্রহশালা । সংগ্রহশালায় বিদ্যাসাগরের জীবনী ছোট ছোট পুতুলের দ্বারা সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
যেখানে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন সেখানে একটি মন্দির নির্মাণ করা হয়েছে। স্মৃতি মন্দিরের সামনে ছোট একটি উদ্যান রয়েছে। রয়েছে বিদ্যাসাগরের সুন্দর মূর্তি।
এই গ্রামে বিদ্যাসাগরের স্মৃতি-
১।এই গ্রামে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন।
২। গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় প্রথম শিক্ষা গ্রহণ।
৩। ১৮৫৩ সালে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর স্থাপন করেন একটি অবৈতনিক বিদ্যালয়।
৪। ১৮৬৭ সালে বাংলায় তীব্র অন্ন সংকট দেখা দিলে বিদ্যাসাগর গ্রামে নিজ ব্যয়ে একটি অন্ন সত্র স্থাপন করেন।
৫। ১৮৭২ সালে মাতা ভগবতী দেবীর স্মৃতির উদ্দ্যেশে বীরসিংহ গ্রামে প্রতিষ্ঠা করেন ভগবতী বিদ্যালয়।
0 Comments