বেঙ্গল কেমিক্যাল নিয়ে এল বেনস্যানি প্লাস নামে দেশীয় স্যানিটাইজার(Bensani+)

বাজারে যখন নকল স্যানিটাইজারের ছড়াছড়ি ঠিক তখনই রাষ্ট্রায়ত্ত সংস্থা বেঙ্গল কেমিক্যাল উৎপাদন শুরু করল হ্যান্ড স্যানিটাইজার।নাম বেনস্যানি প্লাস। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৫৯ তম জন্ম দিবসে এই স্যানিটাইজার টি বাজারে নিয়ে এল বেঙ্গল কেমিকেল।সংস্থার কর্তারা জানান এই স্যানিটাইজারে কোনো রঙ ব্যবহার করা হয়নি। 70 শতাংশ এলকোহল যুক্ত এই স্যানিটাইজার টি সম্পূর্ন স্বাস্থ্য সম্মত ভাবে তৈরি হয়েছে। দাম ও অনেক কম।খুব শীঘ্রই এটি বাজারে আসতে চলেছে বলে সংস্থা সূত্রে খবর। বেঙ্গল কেমিকেল এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ।

Post a Comment

0 Comments