বিশ্বজুড়ে অন্তত দেড়শো করোনা প্রতিষেধক তৈরির কাজ চলছে।তিনটি পর্যায়ে এর কার্যকারিতা যাচাই করা হবে।
প্রথম পর্যায়ে- নিরাপত্তা যাচাই
দ্বিতীয় পর্যায়ে- কার্যকারিতা যাচাই
তৃতীয় পর্যায়ে- নিরাপত্তা যাচাই
এবার দেখি কোন দেশ কতটা এগলো।
রাশিয়া
রাশিয়া যে প্রতিষেধক বা ভ্যাক্সিন টি আবিষ্কার করেছে তার নাম- স্পুটনিক ভি।
(৩য় পর্যায় )
রাশিয়ার গামালেয়া ইনস্টিটিউট এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ প্রচেষ্টায় এই ভ্যাক্সিনটি আবিস্কৃত হয়েছে। এই টিকা তৃতীয় পর্যায়ের ট্রায়ালের কাজ শুরু করে দিয়েছে। আগামী বছরের 1 জানুয়ারি থেকে ওই টিকা জনসাধারণ কে দেওয়া হবে বলে ঘোষণা করেছে।
চীন
তারা চারটি ভ্যাক্সিন এর পরীক্ষা চালাচ্ছে।
1 ইনএক্টিভেটেড ভ্যাক্সিন (৩য় পর্যায় )
2 করোনাভ্যাক (৩য় পর্যায় )
3 এ ডি৫- এনকোভি (২য় পর্যায়)
4 এডজুভ্যান্ট রিকম্বিন্যান্ট (২য় পর্যায়)
মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র যে ভ্যাক্সিন টি নিয়ে কাজ করছে তার নাম- এমআরএনএ-১২৭৩ (৩য় পর্যায়)
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া যে ভ্যাক্সিন টি নিয়ে কাজ করছে তার নাম- ব্যাসিলাস কালমেতে গুয়েরিন (৩য় পর্যায় )
ইংল্যান্ড
ইংল্যান্ডের আবিস্কৃত ভ্যাক্সিনের নাম- অস্ট্রাজেনেকা/ এজেডডি১২২২ (৩য় পর্যায় )
জার্মানি
জার্মানির আবিস্কৃত ভ্যাক্সিনের নাম- ফাইজার/ বিএনটি ১৬২ (৩য় পর্যায়)
ভারত
ভারত দুটি ভ্যাক্সিন নিয়ে কাজ করছে। ভারতের আবিস্কৃত করোনা ভ্যাক্সিন দুটি হল-
জাইকো ভি ডি (২য় পর্যায় )
এবং কোভ্যাক্সিন(২য় পর্যায়)
*এই তথ্য গুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা who , এবং রেগুলেটারি এফেয়ার্স প্রফেশনাল সোসাইটি থেকে পাওয়া।
0 Comments