করোনা আবহে স্কুল কবে খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই অনলাইন ক্লাসেই ভরসা রাখতে হচ্ছে। কিন্তু অনলাইন ক্লাসে যোগদানের জন্য স্মার্টফোন নেই অনেক ছাত্র ছাত্রীর। এই সমস্যার কথা ভেবে রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান এই মুহূর্তের রাজ্যের অর্থের টান আছে।কোনভাবে অর্থের সুরাহা হলে বা কেন্দ্র সরকার থেকে টাকা পেলে অথবা অন্য কোনো সাহায্য পেলে সরকার নবম ও দশম শ্রেণির ছাত্র দের স্মার্টফোন দেওয়ার কথা ভাববে।
প্রথমে ভাবা হচ্ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হয়ত স্কুল গুলো খোলা সম্ভব হবে।কিন্তু অন্য দেশে যেখানেই স্কুল খুলেছে সেখানে সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে। তাই সরকার স্কুল খোলার রিস্ক নিতে চাইছে না। সূত্রের খবর সেপ্টেম্বর থেকে স্কুল গুলোতে অনলাইনে পঠন পাঠন শুরু হবে। সেজন্য শিক্ষক দের প্রশিক্ষণ দেওয়ার ভাবনা চলছে। এবং ছাত্র ছাত্রীরা যাতে স্মার্টফোন এর অভাবে এই সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার আপাতত নবম ও দশম শ্রেণির ছাত্রদের স্মার্টফোন দেওয়ার চিন্তা ভাবনা করছে।
এই ফোন গুলি কবে থেকে দেওয়া শুরু হবে বা কীভাবে হবে সেবিষয়ে এখনই বিস্তারিত কিছু জানা যাচ্ছেনা। তবে অনেকে বলছেন ছাত্র দের যেমন সাইকেল দেওয়া হয় সেই একই ভাবে স্মার্টফোন দেওয়া হবে। এটা সকল কেই দেওয়া হবে নাকি যাদের প্রয়োজন সেই আর্থিকভাবে পিছিয়ে পড়া দের সেবিষয়ে খুব শীঘ্রই বিস্তারিত জানা যেতে পারে। যদি এই সিদ্ধান্ত মন্ত্রী সভার সম্মতি লাভ করে।
আপাতত আমাদের তাকিয়ে থাকতে হবে সরকারের পরবর্তী ঘোষণার দিকে।
0 Comments