এক অক্ষৌহিণী মানে মোট কত সংখ্যা ?

 মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের সৈন ছিল ৭ অক্ষৌহিণী আর কৌরব দের ছিল ১১ অক্ষৌহিণী সেনা। কিন্তু আপনি কি জানেন এক অক্ষৌহিণী মানে মোট কত সৈন্য? 


অক্ষৌহিণী গণনার পদ্ধতিটি হল নিম্নরূপ- 

একটি রথ, একটি হাতি, পাঁচটি পদাতিক এবং তিনটি অশ্বারোহী সৈন্য নিয়ে হয় ১ পত্তি। 

১ পত্তি = একটি রথ, একটি হাতি, পাঁচটি পদাতিক এবং তিনটি অশ্বারোহী সৈন্য

৩ পত্তি= ১ সেনামুখ

৩ সেনামুখ= ১ গুল্ম

৩ গুল্ম= ১ গণ

৩ গণ= ১ বাহিনী

৩ বাহিনী= ১ পৃতনা

৩ পৃতনা= ১ চমূ

৩ চমূ= ১ অনিকিনী

১০ অনিকিনী= ১ অক্ষৌহিণী

এই হিসেবে ১ অক্ষৌহিণী সৈন্য= রথারহি-২১হাজার ৮৭০ জন

                                                    গজারোহী- ২১ হাজার ৮৭০ জন

                                                    পদাতিক- ১ লক্ষ ৯ হাজার ৩৫০ জন

                                                    অশ্বারোহী- ৬৫ হাজার ৬১০ জন

অতএব ১ অক্ষৌহিণী সৈন্য= ২ লক্ষ ১৮ হাজার ৭০০ জন। 

এবার আপনি হিসেব করে বলুন তো পান্ডব ও কৌরব দের মোট সৈন্য সংখ্যা কত ছিল তাহলে।




Post a Comment

0 Comments