মাত্র ১০ মিনিটে প্যান কার্ড (PAN CARD) হাতে পান সম্পূর্ণ বিনা খরচে।

 

অপেক্ষার দিন শেষ। মাত্র ১০ মিনিটেই এখন হাতে পেয়ে যাবেন আপনার প্যান কার্ড। এর জন্য কোন খরচ করতে হবেনা। যদি আপনি এখনও প্যান কার্ড না করিয়ে থাকেন তাহলে আজই আবেদন করে ফেলুন এবং ১০ মিনিট পর প্যান কার্ড হাতে পেয়ে যান। 

মাত্র ১০ মিনিটে প্যান কার্ড হাতে পেতে আপনি কোথায় কীভাবে আবেদন করবেন। প্রথমে আপনাকে একটি ওয়েবসাইটে লগিন করতে হবে। এখুনি অনলাইনে আবেদন করতে নীচের লিঙ্কে ক্লিক করুন- 
                         Apply Online For Instant Pan Card 👈Click here

লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে জে পেজ টি ওপেন হবে সেখানে  Get New Pan অপশনে ক্লিক করুন। 

এরপর যে পেজটি ওপেন হবে সেখানে আধার নম্বর টি বসান। ক্যাপচা টাইপ করুন। 𛲡I confirm that এই চেক বক্সে ক্লিক করে টিক দিন। এরপর Generate Aadhaar OTP তে ক্লিক করুন। 
Generate Aadhaar OTP তে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটা বসাতে হবে। তারপর আপনার পরিচয় ভেরিফাই করবেন। শুধু মিলিয়ে নিলেই হবে। তারপর I accept that 𛲡 এই চেক বক্সে ক্লিক করবেন। তারপর  Submit PAN Request  অপশনে ক্লিক করবেন। এবং ক্লিক করার সাথে সাথে একটি একনলেজমেন্ট নম্বর জেনারেট হবে। এই নম্বর টি ভাল করে টুকে রাখুন। 
এরপর ১০ মিনিট অপেক্ষা করুন এবং প্যান কার্ড ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন- 

                             Download Instant PAN CARD 👈 Click Here 

এখানে ক্লিক করার পর আপনার আধার নম্বর এবং ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর একটি ওটিপি আসবে আপনার মোবাইলে। ওটিপি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার নতুন প্যান কার্ড ডাউনলোড হয়ে যাবে। 
 এই প্যান কার্ড সম্পর্কে কোন প্রশ্ন থাকলে নীচের লিঙ্কে ক্লিক করে যাচাই করে নেবেন। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। 





Post a Comment

0 Comments