সস্তার ইন্স্যুরেন্স মানেই খারাপ? একটা বাস্তব অভিজ্ঞতা

সস্তার ইন্স্যুরেন্স মানেই খারাপ? একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি!

গত ২৬ মে, দিঘা যাওয়ার পথে উলুবেড়িয়া ট্র্যাফিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার গাড়ির right rear door এ একটি লড়ি ধাক্কা মারে। সৌভাগ্যবশত, প্যসেঞ্জারদের কেউ আঘাত পাননি। তবে পিছনের দরজাটা লক হয়ে যায়।

এই অবস্থায় দুদিন দিঘা ঘুরে, ২৮ তারিখ আমি গাড়িটি সার্ভিস সেন্টারে জমা দিই।

👉 এবার আসল ব্যাপারটা বলি — আমার বর্তমান গাড়িটি এপ্রিলে একবছর পূর্ণ হল। আমি এবার গাড়ির own damage (OD) ইন্স্যুরেন্স নিয়েছিলাম পলিসি বাজার থেকে, Zurich Kotak-এর। প্রচলিত ইন্স্যুরেন্স গুলোর থেকে হাফেরও কম দাম। সঙ্গে ফ্রি ১৫ লাখ টাকার পার্সোনাল এক্সিডেন্ট কভারও ছিল।

চারপাশ থেকে অনেকেই বলেছিলেন, "এসব সস্তার পলিসি নিলে ক্লেইম মেলে না", "ফালতু ঝামেলা হবে" ইত্যাদি। আমি নিজেও দুশ্চিন্তায় ছিলাম। গ্রুপে ও পোস্ট করে দুশ্চিন্তার কথা বলেছিলাম। সেরকম সদুত্তর পাইনি।

কিন্তু বাস্তবে যা হল —
✅ ২৬ তারিখে দুর্ঘটনা
✅ ২৮ তারিখ ক্লেইম রেজিস্ট্রেশন
✅ ২৯ তারিখ ক্যাশলেস অ্যাপ্রুভ।
✅ ৩ জুন গাড়ি পেয়ে গেলাম।
পিছনের গেটে, বাম্পার, alloy সব গুলোই নতুন রিপ্লেস হয়েছে। 

📢 তাই বলি — শুধুমাত্র দাম দেখে নয়, পরিষেবা ও অভিজ্ঞতাও বিবেচনায় রাখুন। পলিসি বাজার এর সহযোগিতা আমাকে সন্তুষ্ট করেছে।পলিসি বাজার থেকে পলিসি কেনার ভয় দূর হয়েছে।

🟡 আপনিও সচেতন হোন। নিজের অভিজ্ঞতা অন্যের সঙ্গে শেয়ার করুন। কারণ ইন্স্যুরেন্স মানে শুধু কাগজের খেলা নয়, বিপদের দিনে পাশে থাকার প্রতিশ্রুতি।

#InsuranceExperience #ZurichKotak #PolicyBazaar #RoadSafety #CarInsurance #RealStory #AwarenessPost

Post a Comment

0 Comments