এ টি এম , প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স (ATM, PAN, DRIVING LICENCE)এর মত পিভিসি আধার কার্ড(PVC AADHAAR CARD) কীভাবে পাবেন। অনলাইনে কীভাবে আবেদন করবেন। এই আধার কার্ড টি বহন করা সুবিধাজনক। খুব সহজেই এটিকে পকেটে বা ওয়ালেটে পুরে রাখা যায়। তাই ডাউনলোড করা আধার বা পুরনো ফরম্যাটের কাগজের আধার কার্ডের থেকে এটি অনেক বেশী জনপ্রিয় ও কার্যকরী।
ইতিমধ্যে যাদের আধার কার্ড হয়েছে তারা পোস্ট অফিসের মাধ্যমে শক্ত কাগজের লম্বা আধার কার্ড পেয়েছেন। যারা পোস্ট অফিসের মাধ্যমে পাননি তারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়েছেন। অনেকেই আবার ডাউনলোড করে সেটিকে ছোট আকারে ল্যামিনেশন করে রেখেছেন। মূল আধার কার্ডটি বা ডাউনলোড করা কপিটি সাইজে বড় হওয়ায় বহন করা অসুবিধাজনক হয়ে পড়ে।
এই সমস্যার সমাধান কল্পে সরকার থেকে পিভিসি আধার কার্ড (PVC AADHAAR CARD)দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনি অনলাইনে আবেদন জানিয়ে এই নতুন কার্ডটি সংগ্রহ করতে পারেন। এর জন্য আপনার খরচ হবে কার্ড পিছু ৫০ টাকা। আবেদন করার সময় আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। যদি মোবাইল নম্বর রেজিস্টার না থাকে তাহলেও আপনি নতুন করে মোবাইল নম্বর দিয়ে তাতে ওটিপি নিতে পারবেন। বাড়িতে বসেই খুব সহজেই এই কাজটি করা যাবে।
অনলাইনে আবেদনের জন্য ক্লিক করুন - Apply Online for PVC AADHAR Card 👈
লিঙ্কে ক্লিক করার পর এই পাতাটি খুলবে। এখানে ১২ সংখ্যার আধার নম্বর এবং ক্যাপচা কোড বসিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে। তারপর মোবাইলে ওটিপি এলে সেটি বসাতে হবে।
ওটিপি সাবমিট করার পর আপনার আধার ডিটেলস দেখাবে এবং পেমেন্ট অপশন পাবেন। পেমেন্ট করার পর একটি রিসিপ ডাউনলোড করতে পারবেন যেটি পড়ে প্রয়োজন অনুসারে কাজে লাগতে পারে।
এই আধার কার্ড টি বহন করা সুবিধাজনক। খুব সহজেই এটিকে পকেটে বা ওয়ালেটে পুরে রাখা যায়।
আরও পড়ুন - পিভিসি ভোটার কার্ড কীভাবে পাবেন 👈 Click here
0 Comments