দীর্ঘ দুবছর প্রকৃতির সাথে বিচ্ছিন্ন থাকার পর কিছুটা শান্ত পরিস্থিতিতে খানিকটা অক্সিজেনের সন্ধান পেতেই ঘুরে এলাম পূর্ব বর্ধমান জেলার ভালকি মাচান জঙ্গল থেকে।বহুদিন পর আমাদের চার বন্ধুর পূর্ণিমার রাতে জঙ্গলে কাটানোর অভিপ্রায় পূরণ হল। আমার অভিজ্ঞতা শেয়ার করার আগে জায়গাটার সম্বন্ধে কিছু কথা জেনে নেওয়া যাক।
পরিচয়
আউসগ্রাম থানার অন্তর্গত ভালকি একটি প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম। গুসকরা অথবা মানকর থেকে বাসযোগে সুয়াতা স্টপেজে নেমে ২ কিলোমিটার হাঁটাপথে উত্তর দিকে এগিয়ে গেলে ভালকি গ্রামে পৌঁছানো যায়। গোপভূমের একটি শরিক পরিবারের অন্যতম কার্যালয় ছিল ভাল্কিতে। অনেকের মতে ভল্লুপাদ নামক সদগোপ রাজার নামানুসারে গ্রামনাম হয়েছে ভালকি।
কিছু গল্প ও কিছু ইতিহাস
শোনা যায় এখানে আগে রাজত্ব
করতেন গোপ রাজারা। তখন এই গোটা অঞ্চল ছিল জঙ্গলে ঘেরা। সেই জঙ্গলের এক শিশুর কান্না
শুনতে পেয়ে এক ব্রাহ্মণ তাকে লালনপালন করে মানুষ করেন। সেই শিশুর পা দুটি নাকি ভাল্লুকের
মত ছিল তাই থেকে তার নাম রাখা হয় ভল্লুপদ। পরবর্তীকালে তার রাজধানী হয় ভালকি। সেই
ভল্লুরাজা ইট দিয়ে মাচা তৈরি করেন। যা থেকে তিনি নিয়মিত শিকার করতে আসতেন। এখন তার
ভগ্নাবশেষ পড়ে আছে।সেই ভগ্নাবশেষ এর নিচে আছে একটি সুড়ঙ্গ পথ। অনেক গল্প আছে তাকে
নিয়েও।
এখানে স্থানীয় লোকজনকে জিজ্ঞেস
করে জানলাম যে এখানে এখনও মাঝে মাঝে রাতে বোন মোরগ, হায়না, শিয়াল নাকি বেরোয়। আগে
নাকি ভাল্লুক ও ছিল এখন আর নেই।
আবার এরকম ও গুজব আছে এই জঙ্গলে
একসময় অনেক ভাল্লুক ছিল,তৎকালীন জমিদারেরা ভাল্লুক শিকার করতেন মাচায় বসে।সেখান থেকেই
জায়গার নাম হয় 'Bhalkimachan'।আবার এটাও শোনা যায় যে এই শিকারের মাচা তৈরি হত ভালকি(valki) নামের এক প্রজাতির বাঁশ থেকে।তা থেকেই
'Valkimachan' নামকরণ। কথিত আছে, এই মাচানের
নীচে আছে এক সুড়ঙ্গপথ। যা না কি দামোদর এর সঙ্গে যুক্ত।
এই হোল ভাল্কি মাচান।
প্রকৃতির কোলে দু দিন শান্তিতে
কাটানোর জন্য আদর্শ।এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ঘেরা জঙ্গল মন ভরিয়ে দিল।
অবস্থান
কীভাবে যাবেন
·
ট্রেনে করে - হাওড়া আসানসোল গামি ট্রেনে চেপে নামুন মানকার স্টেশন
এ। স্টেশন থেকে ভালকি মাচানের রিক্সা করুন।
·
রাস্তা ধরে
- NH 2 (National Highway 2) ধরে দুর্গাপুরের
দিকে এগোতে থাকুন। গালসি অবধি গিয়ে ডানদিকে ঘুরে যান।
GoogleMap follow করতে পারেন।
ঠিক রাস্তাই দেখায়। Google Map এ Destination এ দিন "Aranyasundari
Valkimachan"। যে রাস্তা দেখাবে ফলো করতে পারেন।
আমরা চার বন্ধু রাস্তা ধরে
গাড়ি করেই গিয়েছিলাম।
কোথায় থাকবেন
এখানে থাকার একমাত্র জায়গা
"অরণ্য সুন্দরী ভালকি মাচান"। এখানে থাকার ঘর ২-৩ বেডের ঘর আছে। দাম ৯৫০-১২০০
এর মধ্যে। সিজন অনুযায়ী ঘরের রেট পরিবর্তন হয়।
সব ডিটেইলস ওদের অফিসিয়াল
ওয়েবসাইট এ পাবেন - http://www.valkimachan.com/
রিসর্ট: অরণ্য সুন্দরী
স্থানীয় পঞ্চায়েত কমিটি
পর্যটকদের সুবিধার্থে অরণ্য সুন্দরী রিসর্ট নামে একটি সুন্দর রিসর্ট বজায় রাখেছে।
বর্তমানে রিসর্টটির মালিকানা ব্যক্তিগত হাতে স্থানান্তরিত হয়েছে এটি চারপাশে পার্ক এবং অন্যান্য সুযোগ-সুবিধাগুলি
দ্বারা বেষ্টিত। রিসর্ট সংলগ্ন একটি বিশাল জলাশয় রয়েছে। জলাশয়েৱ পুরো তীরটি সুন্দরভাবে
ওয়াকওয়ে বিশ্রামের ছায়া দিয়ে সজ্জিত।ঝিলে নৌকা বিহাৱেৱ সুবিধাও রয়েছে। একটি ভালুকের মূর্তি পর্যটক কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে এটি
ভালুকের দেশ হিসাবে চিহ্নিত করে। অরণ্য সুন্দরী র ফোন নম্বর- 03452 200604/9153420133/9434537545.
কতদিন থাকবেন
আমার মতে এখানে একবেলা থেকে
একদিন থাকাই যথেষ্ট।
খাওয়া দাওয়া
"অরণ্য সুন্দরী ভালকি মাচান" রিসর্ট এর নিজস্ব হোটেল আছে। এছাড়া কাছাকাছির মধ্যে কোনো খাবার জায়গা নেই। হোটেলের মেনুর একটা ছবি দিয়ে দিলাম দেখে নিয়ে পারেন।
কী কী দেখার আছে
আপনার অরণ্য ভালো লাগলে ভালকি
মাচান ভালো লাগবেই।
প্রধান আকর্ষণ - রিসর্টের চারপাশে শাল পিয়ালের ঘন জঙ্গল আর তার সাথে
জঙ্গল থেকে ভেসে আসা নানা পাখির ডাক।
এছাড়াও আছে
১. "অরণ্য সুন্দরী ভালকি
মাচান" রিসর্ট এর পিছনে একটি জলাশয় বা পুকুর, আর চারপাশে বাঁধানো রাস্তা
২. ভালকি রাজাদের শিকার করার
জন্য বানানো ওয়াচ টাওয়ার এর ধ্বংসাবশেষ
৩. ভালকি মাচানের নিকটবর্তী
বন এবং যমুনা দিঘি নামে একটি ২৫ হেক্টর মানবসৃষ্ট লেক। যমুনা দিঘি রাজ্য মৎস্য উন্নয়ন
কর্পোরেশনের অধীনে মৎস্য চাষের জন্য ব্যবহৃত হয়। ২২-২৫ বিঘা জুড়ে ছড়িয়ে থাকা পুকুরটি
এই উদ্দেশ্যে খনন করা হয়েছে আপনি এই হ্রদে
নৌকা চালানোর সুবিধা নিতে পারবেন।
৪. যাওয়ার পথে চোখে পড়া
নিখাদ গ্রাম্য পরিবেশ। যেমন ধান চাষ, ছাগল পালন, ভেড়া পালন, গ্রামের পরিষ্কার পুকুর,
মাটির দোতলা বাড়ি এইসব, যা আমাদের ইট কাঠ পাথরের জঙ্গলে থেকে দেখা বন্ধ হয়ে গেছে।
আমার অভিজ্ঞতা আর মতামত
জায়গা - যেতেই পারেন এক দিনের জন্য, এই কঠিন পরিস্থিতিতে
কিছুটা oxygen এর মত কাজ করবে।
খাবার - খাবার বেশ ভালোই। বেশ একটা গ্রামের খাবারের স্বাদ।
আমার তো আলু পোস্ত আর চিকেন খুব ই ভালো লেগেছিল। এখানে সব খাবার এরা কাগজের প্লেটে
দিচ্ছে। যেটা বর্তমান পরিস্থিতি হিসাবে বেশ সচেতন পদক্ষেপ।
রাস্তা - যেহেতু যাবার অধিকাংশ রাস্তাটাই NH 2 ধরে, তাই বলাই
যায় যে যাবার রাস্তা ভালো। NH 2 ছাড়ার পর বাকি রাস্তার খুব সামান্য অংশই সামান্য
খারাপ, তবে ওইটুকু মানিয়ে নেওয়া যায়।
জরুরী তথ্য :-
১. স্টেট ফিশারিজের গেস্ট
হাউস অথবা অরণ্য সুন্দরী হোল থাকার জায়গা।
২.স্টেট ফিশারিজ এর app থেকে
যমুনাদীঘি র গেস্টহাউস বুক করা যায়।
‘অরণ্য সুন্দরী’র ফোন নং
03452 200604/9153420133/9434537545
৩.গুসকরা অথবা মানকর থেকে
ভাল্কিমাচান পৌঁছানো যায়। ভাড়ার গাড়ী, টোটো,বাস, যে কোন কিছুতেই যমুনাদীঘি পৌঁছানো
যায়।
৪.বছরের যে কোন সময়ে ই আসা
যায়।তবে বর্ষার জঙ্গল সব সময় ই দারুন উপভোগ্য।
৫.জঙ্গলে নিয়মানুবর্তী থাকা
খুব জরুরী।
৬. একদম একা জঙ্গলে প্রবেশ.
বাঞ্ছনীয় নয়।
৭.জঙ্গল সবসময় ই প্লাস্টিক
বর্জিত হওয়া উচিৎ।
৮.জরুরী ওষুধ সঙ্গে রাখবেন।
৯.ছবি সহ সরকারী পরিচয় পত্র
বিশেষ করে ডবল ডোজ ভ্যাক্সিনের সার্টিফিকেট সঙ্গে থাকা দরকার।
1 Comments
জায়গাটি যথেষ্ট সুন্দর। একদিনের ভ্রমণের আদর্শ জায়গা। তবে থাকার প্রয়োজন পরে না। আপনি যদি ভাল্কি মাচান সম্পর্কে আরও জানতে চান তাহলে পাশের লিঙ্কটি দেখতে পারেন - https://toursblogofall-india.blogspot.com/2023/04/ValkiMachan.html
ReplyDelete