মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস বিষয়ে কিছু অজানা প্রশ্নের উত্তর


মাধ্যমিক পরীক্ষা আসন্ন। বিভিন্ন টেস্টপেপার ও কোয়েশ্চেন ব্যাংক থেকে ইতিহাস বিষয়ে কিছু অজানা প্রশ্নের উত্তর তোমাদের জন্য। মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস বিষয়ে আরও কোন প্রশ্ন অজানা থাকলে কমেন্ট করে জানাও খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। 

১। ব্রুমফিল্ড ম্যাক্সয়েল কমিটি কোন আন্দোলন পর্বে তৈরি হয়েছিল?
উত্তরঃ বরদৌলি আন্দোলন পর্বে।
২। বাংলায় আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে?
উত্তরঃ গুরুচাঁদ ঠাকুর।
৩।ভারতের প্রথম নীলকর কে?
উত্তরঃ লুই বোনারড
৪। সূর্য দীঘল বাড়ি – রচয়িতা কে?
উত্তরঃ আবু ইসহাক
৫। বাংলার প্রাণী বিশ্বকোষ জাতীয় প্রথম গ্রন্থের নাম কি?
উত্তরঃ পশ্বাবলি
৬। ই বি হ্যাভেল কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত?
উত্তরঃ শিল্প চর্চার ইতিহাস।
৭। সোমেশ্বর প্রসাদ চৌধুরী নীল চাষ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়?
উত্তরঃ পূর্ববঙ্গ
৮। বোম্বাই মিল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ নারায়ণ লখান্ডে।
৯। জ্ঞান প্রদায়িনী সম্পাদনা করেন কে?
উত্তরঃ হেমন্ত কুমারী চৌধুরী।
১০। মহিলা আত্মরক্ষা সমিতি কে গঠন করেন?
উত্তরঃ ইলামিত্র ।
১১।বিশ্বপরিবেশ দিবস পালিত হয়- ৫ই জুন
১২। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে- পর্তুগীজ
১৩। প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয়- ১৮৭২ খ্রি:
১৪। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন- ১৮৩৩ খ্রি:
১৫। বাংলার নবজাগরণ ছিল- কলকতাকেন্দ্রিক
১৬। দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮)লাভবান হয়েছিল-ব্রিটিশ সরকার ও জমিদার শ্রেনি। 
১৭। হুল কথার অর্থ হল- বিদ্রোহ
১৮। মহারানীর ঘোষণা পত্রের প্রধান উদ্দেশ্য ছিল- ভারতবাসীর আনুগত্য অর্জন
১৯। ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন- রাজা রাধকান্ত দেব।
২০। হিন্দুমেলার সম্পাদক ছিলেন- গনেন্দ্রনাথ ঠাকুর

ইতিহাস বিষয়ে যেকোন অজানা প্রশ্নের উত্তর পেতে whatsapp করে জানাও 9734601344 এই নম্বরে। 

২১। বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়- ১৭৭৮ খ্রি:
২২। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন- অরবিন্দ ঘোষ
২৩। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন- বীরেন্দ্রনাথ শাসমল
২৪। মোপলা বিদ্রোহ হয়েছিল- মালাবার উপকূলে
২৫। মিরাট ষড়যন্ত্র মামলা(১৯২৯) হয়েছিল- শ্রমিক নেতাদের বিরুদ্ধে।
২৬। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল- অসহযোগ আন্দোলনের সময়।
২৭। মাস্টার দা নামে পরিচিত ছিলেন- সূর্য সেন
২৮। মাদ্রাজে 'আত্মসম্মান আন্দোলন' শুরু করেন- রামস্বামী নাইকার
২৯। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল- হায়দ্রাবাদ
৩০। পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল- মালাবার উপকূলে।
৩১। সারা ভারত কিষান সভার(১৯৩৬) প্রথম সভাপতি ও সম্পাদক এর নাম লেখো- সভাপতি- স্বামী সহজানন্দ সরস্বতী, সম্পাদক এন জি রঙ্গ। 

বিভিন্ন মাসে দেওয়া Model Activity Task  এর সম্পূর্ণ উত্তর গুলি পেতে ক্লিক করো 👈

৩২। ভারতে ফুটবল খেলা প্রচলন করে- ক)ইংরেজ খ)ওলন্দাজ গ)ফরাসি ঘ)পর্তুগিজ 

৩৩।  বামাবোধিনি পত্রিকার সম্পাদক ছিলন- ক)উমেশ চন্দ্র দত্ত খ)শিশির কুমার ঘোষ গ)কৃষ্ণ চন্দ্র মজুমদার ঘ)দ্বারকা নাথ বিদ্যাভূষণ

৩৪।  জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি- ক)উপন্যাস খ)কাব্যগ্রন্থ গ)জীবনী গ্রন্থ ঘ)আত্মজীবনী

৩৫।  সতীদাহ প্রথা রদ হয়- ক)১৮২৮ খ)১৮২৯ গ)১৮৩০ ঘ)১৮৫৬ খ্রিঃ 

৩৬।  ভারতে প্রথম অরন্য আইন পাশ হয়- ক)১৮৫৯ খ)১৮৬৭ গ)১৮৬৫ ঘ)১৮৭৮ খ্রিঃ

৩৭।  বন্দে মাতরম সঙ্গিত টি রচিত হয়- ক)১৮৭০ খ)১৮৭২ গ)১৮৭৫ ঘ)১৮৭৬ খ্রিঃ

৩৮।  বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল- ক)১৮৪৫ খ)১৮৫০ গ)১৮৫৫ ঘ)১৮৬০ খ্রিঃ

৩৯।  ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল- ক)ভারত সভা খ)ভারতীয় জাতীয় কংগ্রেস গ)বঙ্গভাষা প্রকাশিকা সভা ঘ)ল্যান্ড হোল্ডারস সোসাইটি

৪০।  একা আন্দোলনের নেতা ছিলেন- ক)গান্ধীজী খ)বল্লভ ভাই প্যাটেল গ)মাদারি পাসি ঘ)আল্লুরি সীতারাম রাজু

৪১।  সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন- ক)এন জি রঙ্গ খ)স্বামী সহজানন্দ গ)বাবা রাম চন্দ্র ঘ) লালা লাজপত রায়।

৪২।  কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল- ক)কলকাতা খ)দিল্লি গ)মুম্বই ঘ)মাদ্রাজ

৪৩।  অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন- ক)শচীন্দ্র প্রসাদ বসু খ)কৃষ্ণ কুমার মিত্র গ)চিত্তরঞ্জন দাস ঘ)আনন্দ মোহন বসু

৪৪।  ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল- ক)মালাবার খ)মাদ্রাজ গ)জুনাগর ঘ)জয়পুর

৪৫।  রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়- ক)মালাবার খ)কোঙ্কন গ)উড়িষ্যা ঘ)গোদাবরী

৪৬।  নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন- ক)ঊর্মিলা দেবী খ)বাসন্তি দেবী গ)কল্পনা দত্ত ঘ)লীলা নাগ 

৪৭। সোম প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন- দ্বারকা নাথ বিদ্যাভূষণ 

৪৮। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়- মহাফেজ খানায় 

৪৯। গৌড়ীয় ব্যাকরণ’ গ্রন্থটি কে রচনা করেন?- রাজা রামমোহন রায়। 

৫০। দুর্জন সিং কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন - চুয়াড় বিদ্রোহ। 
 ৫১। মঙ্গল পান্ডের ফাঁসি হয় কবে?- ১৮৫৭ সালের ৮ এপ্রিল 

2.     ৫২।মনিরাম দেওয়ান কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন?- আসাম

3.    .৫৩।বুন্দেল খন্ডে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন কে?- রানি লক্ষ্মী বাঈ 

4.    .৫৪।কোলকাতার কোন দুটি সংগঠন মহাবিদ্রোহের সমালোচনা করেছিল?- ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশন ও ন্যাশনাল মহামেডান এ্যাসোসিয়েশন 

5.    .৫৫।বিদ্রোহে বাঙালি গ্রন্থটি কার লেখা?- দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় 

6.   .৫৬। কোন আইন এর মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান হয়?- ১৮৫৮ র ভারত শাসন আইন 

7.    .৫৭।সভাসমিতির যুগ বলতে কী বোঝায়? উনিশ শতকে বাংলায় বহু সভাসমিতি গড়ে ওঠে এবং সেগুলি সমাজ, শিক্ষা , ধর্ম সংস্কার এবং জাতীয়তা বাদের বিকাশে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। এজন্য উনিশ শতককে ঐতিহাসিক অনিল শীল সভাসমিতির যুগ বলেছেন। 

8.   .৫৮। বঙ্গভাষা প্রকাশিকা সভার মূল উদ্দেশ্য কী ছিল?- বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি সাধন 

9.    .৫৯।সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক কে ছিলেন?- গৌরিশঙ্কর তর্কবাগীশ 

1.  ৬০। কার প্রস্তাব অনুসারে বঙ্গভাষা প্রকাশিকা সভা রাজনৈতিক সভায় পরিণত হয়?- কালিনাথ রায় 

11 .৬১। জমিদার সভা ও বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি দের নাম কী ছিল?- জমিদার সভার সভাপতি- রাধাকান্ত দেব এবং বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি- গৌরি শঙ্কর তর্কবাগীশ 

12.  .৬২।কাদের উদ্যোগে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়?- নব্যবঙ্গ দের মুখপাত্রদের উদ্যোগে 

13. .৬৩। কোন দুটি সংগঠন মিলিত হয়ে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়ান এশসিয়েশন?- জমিদার সভা ও বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি। 

14.   ৬৪। ব্রিটিশ ইন্ডিয়ান এশসিয়েশন এর মুখপত্রের নাম কী ছিল?- হিন্দু পেট্রিয়ট।     

৬৫   ৬৫। সহমরণ ও অনুমরণ কী? উত্তর-হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথার দুটি অংশ হল সহমরন এবং অনুমরণ। স্বামীর মৃত্যুর পর স্বামীর সঙ্গে একসাথে পুড়ে মারা গেলে তাকে বলে সহমরন । স্বামীর মৃত্যুর সময় অনুপস্থিত থাকলে, অসুস্থ হলে বা গর্ভবতী হলে পরে স্বামীর ব্যবহৃত যেকোন জিনিস যেমন লাঠি, চটি, থালা, বাঁধানো দাঁত , স্বামীর লেখা চিঠি ইত্যাদি নিয়ে চিতায় উঠত স্ত্রী। একে বলা হত অনুমরণ।

        ৬৬। কাউন্সিল অফ এডুকেশন কবে গড়ে ওঠে? উত্তর- ১৮৪২
         ৬৭। সাধারন জ্ঞান উপার্জিকা সমিতি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর- ১৮৩৮ 
         ৬৮। ভারতে নীল চাষের উপর ব্রিটিশ কোম্পানির একচেটিয়া অধিকারের অবসান ঘটে কবে? উত্তর- ১৮৩৩
          ৬৯। অ্যানড্রুজ প্রেস থেকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মুদ্রিত পুস্তাক কী?উত্তর- নাথনিয়াল ব্রাসি হ্যালহেদ এর এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 
          ৭০। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন?উত্তর- দিলয়ার হোসেন আহম্মেদ
।      ৭১। বিদ্রোহে বাঙালি বইটির লেখক- দুর্গদাস বন্দোপাধ্যায়।
      ৭২। ১৮৫৭ সালে সম্বল্পুরে বিদ্রোহের নেতৃত্ব দেন- সুরেন্দ্র সাই 
👉মাধ্যমিক ইতিহাসের অনলাইন ডিজিটাল ক্লাস গুলি দেখতে ক্লিক করো এখানে। 👈
মহেন্দ্রলাল সরকারকে কেন ভারতে বিজ্ঞান চর্চার পথিকৃৎ বলা হয়? উত্তর জানতে ক্লিক করো।


Post a Comment

0 Comments